
অনসূয়া সিনহা, দুর্গাপুর: লাগাতার ভারী বৃষ্টিপাত ও পাঞ্চেত, মাইথন ও দুর্গাপুর ব্যারেজ থেকে ক্রমাগত জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দামোদরের সংলগ্ন নিম্নবর্তী এলাকা গুলি। জলঢুকতে শুরু করেছে দুর্গাপুর নগর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন সোনাই চন্ডিপুর এলাকায়। ধাপে ধাপে গ্রামের ভেতর জল ঢোকায় বেশ কিছু নিচু জায়গায় থাকা বাড়িগুলি জল মগ্ন হয়ে পড়েছে। খবর পেয়ে এলাকা পরিদর্শনে আসেন মেজিয়া ব্লকের প্রশাসনিক আধিকারিকরা । তারা এলাকার মানুষের মধ্যে চিড়ে , গুড় ও ত্রিপল বিলি করেন । দামোদরের জলে ডুবে গেছে এলাকার সমস্ত চাষাবাদ জমি। ফলে ক্ষতির মুখে পড়েছে সাধারণ কৃষকেরা।পাশাপাশি রাস্তায় জমে থাকা জলের জন্য শহরের সাথে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে । যান চলাচলের ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। নতুন করে যদি আবার ডিভিসি জল ছাড়ে তাহলে এলাকায় প্লাবনের আশঙ্কা করছেন সাধারণ বাসীরা।