
অনসূয়া সিনহা, দুর্গাপুর : গরম পড়তেই চেনা ছবি ! অন্ডালের উখরায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট। এবার জলের দাবিতে শনিবার শ্যামসুন্দরপুর কোলিয়ারির মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভে নামলেন এলাকাবাসীরা। বিক্ষোভের জেরে আটকে কোলিয়ারির পরিবহন। এরপরই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
বিক্ষোভকারী অনিল বর্ণওয়াল অভিযোগ তোলেন, প্রতিবছরই জলকষ্টে ভুগতে হয় খনি এলাকার বাসিন্দাদের। একাধিকবার ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের আধিকারিকদের কাছে অভিযোগ জানানোর পরেও সুরাহা মেলেনি। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
এ বিষয় পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, অপরিকল্পিতভাবে খনির কাজ হওয়ার জেরে পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে। ইসিএল ঠিক ভাবে দায়িত্ব পালন করছে না বলেও দাবি তাঁর
অন্যদিকে, তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তাঁর খোঁচা, ‘যারা জলটুকু জোগাতে পারে না, তারা ক্ষমতায় থাকবে কী করে. মানুষ তৃণমূলকে জবাব দেবে’
বাংলা ক্যালেন্ডারে এখনও গ্রীষ্মকাল পড়েইনি. তার আগেই চৈত্রের তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা. এমন সময় যদি পানীয় জলের জন্য সাধারণ মানুষকে রাস্তায় বসতে হয়, তা সত্যিই লজ্জার. কিন্তু ফি বছর কেন একই ছবি দেখতে হয় রাজ্যবাসীকে? কবেই বা মিলবে সুরাহা? সেটাই এখন দেখার.