
অমিত কুমার দাস,কলকাতাঃ দত্তপুকুরের মোচপোল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কলকাতা হাই কোর্টে দায়ের হল জোড়া জনস্বার্থ মামলা। এই মামলা দুটি করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজর্ষি লাহিড়ী মামলা দুই টি করেন।
বিস্ফোরণ কান্ডে পুর ঘটনায় সিবিআই এবং এনআইএ তদন্তের আবেদনও করেছেন মামলাকারী শুভেন্দু এবং রাজর্ষি। আদালত সূত্রে খবর, মঙ্গলবার এই দুটি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, রবিবার সাত সকালে বাজি কারখানার বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর এলাকার মোচপোল গ্রাম। বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছিল বারাসত শহর সহ ১০-১২ কিলোমিটার দূরের জনপদ গুলি থেকেও। কারখানার আশপাশের বাড়িতেও ফাটল ধরে গিয়েছিল। সেই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। জখম দশ জন।