
নিজস্ব প্রতিনিধিঃ দত্তপুকুরে বিস্ফোরণের পর রবিবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় দেড় ঘণ্টা তাঁদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দত্তপুকুরে কী ঘটেছে সেবিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রাথমিক রিপোর্ট দিয়েছেন দুই পুলিশ কর্তা। দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলে রবিবারই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ পেয়েই বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। কিন্তু সিআইডি নয় বিস্ফোরণের তদন্ত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ওরফে NIA, দাবি তুলেছেন রাজ্য বিজেপি।