
ওঙ্কার ডেস্কঃ সকালে কেঁপে উঠল নেপাল-তিব্বত সীমান্ত। মঙ্গলবার সকালে। যার জেরে মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রথম কম্পন হয় সকাল ৬টা ৩৫ মিনিটে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। এর কিছু ক্ষণের মধ্যেই ফের পর পর কম্পন অনুভূত হয়েছে একই অঞ্চলে। দ্বিতীয় কম্পনটি হয় সকাল ৭টা ২মিনিটে। তীব্রতা ছিল ৪.৭। এর পাঁচ মিনিট পরে আবার তৃতীয় কম্পন, সকাল ৭টা ৭মিনিটে। তৃতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৯। ছ’মিনিট পরে আরও একটি কম্পন অনুভূত হয়, যার তীব্রতা ছিল ৫।
কম্পনের তীব্রতায় কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ, বিহারের কিছু অংশ। কলকাতাতেও অনুভূত হয় হালকা কম্পন।