
স্পোর্টস ডেস্ক : ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপের পরে ডার্বির টিকিটের ছাড়ের বৈষম্য দূর করেও সুন্দর চাল ইস্টবেঙ্গলের। যাতে সাপও মরল আর লাঠিও ভাঙলো না। দুই সমর্থকদের জন্য টিকিটের দাম বেড়েও বাড়ল না ইস্টবেঙ্গল গ্যালারির টিকিট! নিজেদের সমর্থকদের জন্য নির্ধারিত টিকিটের দামে ছাড় বজায় রাখল ইমামি। একেবারে ভিন্ন কায়দায়। শুধুমাত্র ইস্টবেঙ্গল গ্যালারির জন্য থাকল স্পেশাল প্রোমোকোড বা ডিসকাউন্ট কোড। যে কোডটা অ্যাপ্লাই করলে আগের দামেই টিকিটের দাম চলে আসবে। এরপর ফের আসরে নামে মোহনবাগান। ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে প্রেস রিলিজ করে জানানো হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই টিকিটের দামের ফারাক সরিয়ে নেওয়া হচ্ছে। মোহনবাগান ও ইস্টবেঙ্গল গ্যালারির টিকিটের দাম একই থাকবে। কিন্তু পাল্টা মোহনবাগানের তরফে বার্তা দেওয়া হয় , বুক মাই শো তে টিকিটের দাম পরিবর্তন হয়নি। এমনকি টিকিট অনলাইনে পাওয়া যাবে? নাকি অফলাইনে তাও পরিষ্কার করে জানানো হয়নি। ফলে মোহনবাগান ক্লাবের দাবি ইস্টবেঙ্গলের তরফ থেকে সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়েছে। তাই টিকিট বয়কটের সিদ্ধান্তেই অনড় মোহনবাগান।ফলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আসরে নামলেও ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মাঠের বাইরের লড়াই দূর হল না।