
স্পোর্টস ডেস্ক : নয়াদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কলকাতার দুই ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল এফসি যে দু’টি ম্যাচ খেলবে, সেই দুই ম্যাচে গ্যালারিতে কোনও দর্শক থাকবেন না। এই স্টেডিয়াম চলতি আইএসএলে যাদের ঘরের মাঠ, সেই পাঞ্জাব এফসি এমনই জানিয়ে দিয়েছে বৃহস্পতিবার। কারণ হিসেবে জানা যাচ্ছে পাঞ্জাব এফসির শেষ ম্যাচে গ্যালারির একটা অংশে আগুন লেগে যায়। আর একটি গুরুত্বপূর্ণ কারণ দিল্লির এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়। সেই কারণেও এই পরিবর্তন। তবে কারণ জানা যায়নি।
লিগ টেবলে এখন মোহনবাগান তিনে ৬ এপ্রিল জিতলে লিগ শিল্ড জয়ের স্বপ্ন বেঁচে থাকবার ও অন্যদিকে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে। তাঁদের কাছেও সুপার সিক্সে যাওয়ার জন্য জয় গুরুত্বপূর্ণ । শেষবার দর্শকশুন্য স্টেডিয়ামে দুই প্রধান খেলে করোনা মহামারীর সময়। তখন পুরো আইএসএলই গোয়াতে হয়। দুই প্রধানের কাছে তাঁদের সমর্থকরাই সব। সেই কারণে মাঠে দর্শক না থাকা দুই ক্লাবের কাছে একটা চাপের তো বটেই।