
স্পোর্টস ডেস্ক : হেভিয়ের সিভেরিও টোরোর ইস্টবেঙ্গল ছেড়ে জামশেদপুর এফসি তে যান। তার পরিবর্তে নতুন বিদেশি স্ট্রাইকার চূড়ান্ত হয়ে গেল। কোস্টারিকার স্ট্রাইকার ফেলিসিও ব্রাউন ফোর্বসকে সই করাল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবারই সিভেরিওকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। এই স্প্যানিশ স্ট্রাইকার যোগ দিয়েছেন জামশেদপুর এফসি-তে। এরপরেই ফেলিসিওকে সই করানোর কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল। কোস্টারিকার জাতীয় দলের হয়ে ৫ ম্যাচ খেলেছেন এই স্ট্রাইকার। তবে তিনি গোল পাননি।যুব ফুটবলে তাঁর কেরিয়ার শুরু করেন হার্থা বার্লিনে এবং ২০১১-য় সিনিয়র ক্লাব কেরিয়ার শুরু করেন সে দেশেরই কার্ল জিস জেনায়। এর পরে রাশিয়া ও পোল্যান্ডের একাধিক ক্লাবে খেলেন তিনি। গত দুই মরশুমে চিনের ক্লাব লিগে ১৯ গোল করেছেন ফেলিসিও ব্রাউন।
ইস্টবেঙ্গলে যোগ দিয়ে তিনি বলেছেন, “ভারতে এসে ইস্টবেঙ্গলের মতো বিখ্যাত ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। সুপার কাপ জেতার জন্য আমার নতুন ক্লাবকে অভিনন্দন। ক্লাবের বিশালসংখ্যক সমর্থককে খুশি করার এবং আইএসএলের দ্বিতীয় পর্যায়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করব”।
দলের নতুন স্ট্রাইকারকে পেয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত। তিনি বলেন, “ইউরোপের বিভিন্ন লিগ ও এশিয়ান ক্লাব ফুটবলেও খেলার অভিজ্ঞতা নিয়ে এসেছে ও। যথেষ্ট ভাল স্ট্রাইকার ফেলিসিও। কয়েক সপ্তাহ আগেই চিনে ও ক্লাব মরশুম শেষ করে এসেছে। তাই আশা করি, আমাদের সাহায্য করার জন্য ও তৈরিই আছে”।