
স্পোর্টস ডেস্ক: আইএসএলে শেষটাও খারাপ ভাবে হলো ইস্টবেঙ্গলের। এদিন নর্থ ইস্টের মাঠে নর্থ ইস্ট দলের বিরুদ্ধে ৪-০ গোলে হেরে লিগ শেষ করল টিম লাল হলুদ। আর আইএসএলে ২৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে শেষ করলো তারা। এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো গোলই হয়নি। তবে দ্বিতীয়ার্ধে গোলের মালা পরলো তারা। ৫৯ মিনিটে প্রথম গোল এল আলবেইচের দুরন্ত শটে। ৬৬ মিনিটে দ্বিতীয় গোল আলাদিনের। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে ফের গোল করলেন আলাদিন। ৮৪ মিনিটে ইস্টবেঙ্গলের তন্ময় দাস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ৮৬ মিনিটে নর্থ ইস্ট গোল করে। এই ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়া হত না। তবে শেষ ম্যাচেও জয় এলো না। ফর্মে ফেরার জন্য এবারে ইস্টবেঙ্গলের পাখির চোখ এএফসি কাপ।