
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। ঠিক সেই দিনই কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, একই কর্মসূচি পালন করতে হবে জেলাতেও। এ মর্মে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির লিখিত নির্দেশিকা ইতিমধ্যেই জেলায় জেলায় পৌঁছে গিয়েছে। শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে বালিঘাইতে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি বর্ধিত সভার আয়োজন করা হয়। দলের সংখ্যালঘু সেলের ব্লক তৃণমূল সভাপতি শেখ রেজাউল হোসেন জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি বালিঘাইতে সম্প্রীতি মিছিলের আয়োজন করা হয়েছে. সব ধর্মের মানুষেরাই মিছিলে যোগদান করবেন বলে জানান তিনি।
একদিকে, রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে উন্মাদনার পারদ চড়ছে। আর একই দিনে তৃণমূলের সংহতি মিছিল ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। তারই মাঝে পূর্ব মেদিনীপুরে জোরকদমে চলছে সম্প্রীতি মিছিলের প্রস্তুতি.