
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর : শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের পর ফের এগরায় সমবায় সমিতির নির্বাচনে গেরুয়া ঝড়। কার্যত এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির গড়ে হাতছাড়া হল সমবায়। মনোনয়ন দাখিল করতে পারলোই না ঘাসফুল শিবির।বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমস্ত আসনে জয়লাভ করল বিজেপি। যেখানে রাজ্যে ক্ষমতার আসনে তৃনমূল সেখানে এমন ঘটনার সাক্ষী হতে হলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল অঞ্চল। এই এলাকার কাপাসদা ঋষি অরবিন্দ কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে ৫১ টি আসনের মধ্যে ৫১ টিতেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। রাজ্যের শাসক দল তৃণমূলের বিধায়ক তরুণ মাইতির নিজস্ব গড়ে তৃনমূল প্রার্থী পর্যন্ত দিতে পারেনি। এই সমবায় সমিতিতে ২০১৪ সালের পর দীর্ঘ দশ বছর সরকারি অসহযোগিতায় ও আইনি সমস্যার কারণে নির্বাচন হতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। নির্বাচনের ফলাফলে এলাকায় ভীষন খুশির হাওয়া গেরুয়া শিবিরে। এ বিষয়ে বিজেপির যুবমোর্চার রাজ্য কমিটির সদস্য তথা কাঁথি সাংগঠনিক জেলা যুবমোর্চার ইনচার্জ অরুপ দাশ জানিয়েছেন, এগরাবাসী যথেষ্ট সচেতন হয়েছে।অন্যদিকে এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি তাঁর এই নির্বাচন সম্পর্কে কোন কিছু জানা নেই বলে কার্য তো বিষয়টা কি এড়িয়ে যেতে চাইলেন।এই ঘটনায় আগামীদিনে এগরা বিধানসভায় তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। কারণ নির্বাচনে তৃণমূলের তরফ থেকে দাঁড়ানোর মানুষেরই দেখা মেলেনি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এগরায় তৃণমূলের অস্তিত্ব নিয়ে।