
শেখ এরশাদ, কলকাতা:নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো যাদবপুর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ,সহ উপাচার্য, সহ ইসি কমিটির বেশ কয়েকজন সদস্য অরবিন্দ ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেন।জানা গিয়েছে ছাত্র-মৃত্যু এবং ডেঙ্গুর বিষয় ছাড়া অন্যান্য বিষয় নিয়ে আলোচনা উদ্দেশ্যে ইসির একটি মিটিং ডাকা হয়েছিল। তবে বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পড়ুয়ারা স্লোগান দেওয়া শুরু করেন বলে জানা গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে এই ধর্না কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এর আগে পড়ুয়াদের ধর্না কর্মসূচি দেখা গেলেও এবার অন্তর্বর্তীকালীন উপাচার্য, সহ উপাচার্য সহ ইসি কমিটির বেশ কয়েকজনকে ধর্নায় বসতে গেল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্যই এই ধর্না বলে জানা গেছে।