
প্রতীতি ঘোষ,উত্তর চব্বিশ পরগনা:বুধবার সাতসকালে খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডির হানা। । এদিন সকালে রথীন ঘোষের মধ্যমগ্রামের মাইকেল নগরের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। রথীন ঘোষ মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক তথা খাদ্যমন্ত্রী এবং মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এবং বিভিন্ন নথি পত্র খতিয়ে দেখার পর খাদ্য মন্ত্রীর নাম উঠে আসে বলে ইডি সূত্রে খবর । বুধবার রাতে সিজিও কমপ্লেক্স ED-র অফিসারদের বৈঠক হয়। তারপরই বুধবার সকালে তদন্তকারী দলের অফিসার ও কর্মীদের ১০-১২টি দলে ভাগ করে শুরু হয় ম্যারাথন তল্লাশি।পাশাপাশি খবর রাজ্যের আরো বেশ কয়েকটি জায়গায় আজ তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাটি।