
শেখ এরশাদ,কলকাতা:ফের একবার ই ডির পক্ষ থেকে তলব করা হল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সকালে তাঁকে হাজিরা দিতে হবে বলে নোটিস দিয়েছে ইডি। সকাল ১১ টা নাগাদ হাজিরা দিতে হবে তাঁকে, কলকাতার ইডি দফতর সল্টলেক CGO COMPLEX-এ। তবে,কোন মামলায় তাঁকে আবার তলব করা হল, তা এখনও স্পষ্ট নয়। দলীয় সূত্রে খবর, হাজিরা দেবেন অভিষেক। এর আগে কয়লা পাচার কাণ্ডে ও পরে নিয়োগ দুর্নীতির মামলায় তলব করা হয়েছে অভিষেককে। তারপর তাঁর পুরো পরিবারকেও ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা, নিয়োগ দুর্নীতির লিপ্স অ্যান্ডস বাউন্ডস সংক্রান্ত মামলায়।