
নিজস্ব প্রতিনিধি,শুক্রবার সকালে পরিবহন ব্যবসায়ী বিশ্বরূপ বসুর বাড়িতে হানা ইডি আধিকারিকদের। প্রায় ৮ ঘন্টা তল্লাসির পর বেরিয়ে যায় তারা।শিক্ষক নিয়োগ দুর্নিতি-কাণ্ডে বিশ্বরূপ বসুর 178 পিয়ারী মোহন রায় রোডের বাড়িতে সকাল বেলায় পৌছে যায় ইডি আধিকারিকরা। সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছেন তাঁরা। এরপর 42B/1 চেতলা রোডে বিশ্বরূপ বোসের অপর একটি ঠিকানাতেও যায় ইডির সেই টিম। মূলত এই ফ্ল্যাটে থাকেন বিশ্বরূপ বসুর আত্মীয়।এখানে ৩ টি ফ্ল্যাট রয়েছে বিশ্বরূপ বসুর। ফ্লাটের বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।