
শেখ ইরশাদ: ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হল জ্যোতিপ্রিয় মল্লিকের। শুনানি চলা কালীন আদালতে অজ্ঞান হয়ে যান প্রাক্তন খাদ্যমন্ত্রী।চেয়ার থেকে পড়েও যান। বাবাকে পড়ে যেতে দেখে ছুটে আসে তার কন্যা। বিচারক তার চিকিৎসার জন্য কমান্ড হাসপাতালকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন। রেশন দুনীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে ৬ নভেম্বর অবধি ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। ২০ ঘন্টা তল্লাশির পর গ্রেফতার করা হয় তার। শুক্রবার শুনানি চলাকালীন বিচারককে জ্যোতিপ্রিয় বলেন,আমি অসুস্থ, তিনবার খেতে হয়। একটু ভালো চিকিৎসার ব্যবস্থা করা হোক। বিচারক তনুময় কর্মকার বলেন কমান্ড হাসপাতাল খুব ভালো। ২৪ ঘন্টার মধ্যে কমান্ড হাসপাতালে মেডিকেল বোর্ড তৈরি করে ওনার পরীক্ষা করতে হবে। শুনানি চলাকালীন অজ্ঞান হয়ে যান প্রাক্তন খাদ্যমন্ত্রী। বমিও করে ফেলেন। তাকে বিচারকের বাতানুকূল চেম্বারে বসানো হয়। আনা হয় কলকাতা পুলিসের অ্যাম্বুলেন্স। এদিন বিচারক জানিয়েছেন সপ্তাহে একদিন করে আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন। বাড়ির খাওয়ার দেওয়া হবে। রেশন দুনীতির শিকর কতটা গভীর তা জানতে বাকিবুর রহমানের সঙ্গে মুখোমুখি জেরা করা হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিককে। ইডি আদালতে দাবি করেছে ২৬ অক্টোবর জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে মেরুন ডায়রি উদ্ধার হয়েছে। সেখানে জ্যোতিপ্রিয় নাম বালু দা বলে উল্লেখ আছে। রেশন দুনীতিতে সরাসরি যোগ আছে বর্তমান বনমন্ত্রীর বলেও দাবি কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থার। রেশন দুনীতির তদন্তে ইডির নজরে ৩টি ভুয়ো সংস্থার। যার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে।