
প্রতীতি ঘোষ,উত্তর চব্বিশ পরগনা:মন্ত্রী রথীন ঘোষের বাড়ির পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে ইডি তল্লাশি শুরু করেছে আরো কয়েকটি পুরসভা সভার প্রাক্তন ও বর্তমান পুরপ্রধানের বাড়িতে।
বুধবার সকালে ইডি হানা দেয় টিটাগর পৌর সভার প্রাক্তন পৌর প্রধান প্রশান্ত চৌধুরীর বাড়িতে । এদিন সকালে ইডির ৫ জন তদন্ত কারি আধিকারিক ও ৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসেন এবং তাল্লাসি শুরু করেন।২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পৌর প্রধান ছিলেন তিনি।তার সময় অয়ন শীলের সংস্থা এই পৌর সভায় ২২১ জন কে চাকরী দিয়েছিল ।তার তদন্তে ইডি অধিকারীক রা আসে এদিন।
।সেই সঙ্গে কামারহাটি পৌর সভার পৌর প্রধান গোপাল সাহা ও বরানগর পৌর সভার পৌর প্রধান অপর্ণা মৌলিক বাড়িতেও ইডি হানা চলছে।এছাড়াও তল্লাশি চলছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাঁচু গোপাল রায় ও ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে।