
নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। শুক্রবার সাতসকালে কলকাতার চেতলা, বাঙুর, নিউটাউন সহ ৬ জায়গায় তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। চেতলার ১৭৮ পিয়ারী মোহন রায় রোডে বিশ্বরূপ বসু নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান। একইসঙ্গে বাঙুরের এস কে ঝুঝুনওয়ালার বাড়িতে তল্লাশি অভিযান ইডির। যদিও ৭৯ শরৎ চ্যাটার্জী রোড কলকাতার এই বাড়িতেই থাকতেন এই ব্যবসায়ী। তাঁর বাড়িতে ইডির আধিকারিকরা বেশ কিছু তথ্য সংগ্রহ করার পর। তাকে নিয়ে চলে যায় তাঁর অফিসে। নিয়োগ দুর্নীতি টাকা কিভাবে কোথায় কোথায় কার কার কাছে পাচার করা হয়েছে? সেই তদন্ত করতে ভোটের আগে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনীর দল।