
প্রদীপ মাইতি,এগরা : বিদ্যুৎ আছে আলো নেই,কল আছে জল নেই। এমনকি বিশ্রামাগারে থাকা শৌচাগারও তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা বাজারের। স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে কসবাগোলা বাজারে পথবাতি জ্বলে না। পাশাপাশি শৌচাগার থাকলেও তালাবন্ধ। আবার টিউবওয়েল থেকেও জল পড়ে না। পাঁচরোল গ্রাম পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ। এই অভিযোগে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ পাঁচরোল গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ সহকারে ডেপুটেশন দেন বুধবার।
এ প্রসঙ্গে পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের সদস্য জানান, অবিলম্বে সমস্যার সমাধান করা হবে।
যদিও কবে এই সমস্যার সমাধান হবে, সেই আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি কসবাগোলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি জানায়, সমস্যার সমাধান না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানানো হবে।