
ওঙ্কার ডেস্ক : ইদের সকালে হুগলির পাণ্ডুয়াতে নমাজ পাঠের অনুষ্ঠানে অন্যরকম মেজাজে দেখা গেলো সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। তারকা রচনা বন্দ্যোপাধ্যায়কে সাংসদ হওয়ার পর থেকেই নিজের এলাকা হুগলিতে সমস্ত উৎসবে উপস্থিত থাকতে দেখা যায়। ইদেও তার অন্যথা হয়নি। এদিন সকালে হুগলির পাণ্ডুয়ায় নমাজ অনুষ্ঠানেও উপস্থিত হন তিনি। যোগ দেন নমাজ পাঠের অনুষ্ঠানে।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক রত্না দে নাগ, স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানের মঞ্চে সকলকে ভ্রাতৃত্ব ও সংহতির বার্তা দেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সকলকে একসাথে মিলেমিশে থাকার কথাও বলেন তিনি । রচনা বলেন, “যেভাবে কলকাতার রেড রোডে শৃঙ্খলাবদ্ধভাবে ইদ পালিত হয়, সেভাবেই পাণ্ডুয়াতেও আজকের ইদ উদযাপিত হল। সবাই মিলে মিশে থাকব, এটাই তো কাম্য।”
এই সভা থেকে তিনি সর্বদা এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন। কোনো রাজনৈতিক তর্জায় না গিয়ে রচনা এদিন ইদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলেন।