
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: উমা এসে ফিরেও গেলো। এবারেও মিটলো না হাতির ভয়ে রাতের পর রাত জেগে থাকা পানঝোরা বন বস্তিবাসীর পাকা ঘরের দাবী।গভীর জঙ্গল ঘেঁষা বন বস্তিতে এক সময় ছিলো গীতাঞ্জলি প্রকল্প।সুযোগ পেয়ে ভুল বুঝিয়ে বস্তিতে ফাঁদ পেতে টাকা হাতিয়ে গায়েব হয়েছে প্রতারকের দল ।
জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের অধীন পানঝোরা বন বস্তিতে প্রায় একশোটি পরিবার রয়েছে। , এক সময় গরুমারা বন্য প্রাণী বিভাগের পক্ষ থেকে গীতাঞ্জলি আবাস যোজনায় বন বস্তিবাসীদের মূলত জংলী হাতির আক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যে উচুঁ দোতলা ঘর নির্মাণ করে দেওয়ার কাজ শুরু হয়েছিল। কিন্তু ২০১৪ সালের পর বন্ধ হয়ে গেছে পাকা ঘর নির্মানের কাজ ।
ই ডি সি কমিটির সম্পাদক অমৃত ছেত্রী জানান, আরও বহু মানুষের পাকা ঘর প্রয়োজন, কাঠের দুর্বল ঘরে হাতির ভয়ে আজও মানুষ জেগে থাকে রাতে।অপরদিকে পবিত্রা ছেত্রী জানান, সেই কবে গীতাঞ্জলি প্রকল্প শুরু হয়েছিল বর্তমানে সেই কাজ বন্ধ, ঘর দেওয়ার নামে কিছু যুবক আমাদের থেকে টাকা ও নিয়ে গিয়েছে কিন্তু ঘর পায়নি কেউ।এই আবাস যোজনার ফাঁদে পা দিয়ে অর্থ খরচ হলেও আজও হাতির ভয়ে রাত জাগতে হয় বস্তি বাসীকে।