
প্রশান্ত দাস,মালদা:বহু প্রতিশ্রুতি সত্বেও ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের দুরবস্থার কোন পরিবর্তন হয়নি। এই ওয়ার্ডের একাংশ দীর্ঘদিন ধরে মূল ইংরেজবাজার শহর থেকে কার্যত বিচ্ছিন্ন। নেই কোন নিকাশি ব্যবস্থা এবং পর্যাপ্ত রাস্তাঘাট। বারবার পুরসভার কাছে আবেদন নিবেদন করেও কোন লাভ না হওয়ায়, এবার নিজেদের উদ্যোগে ১৫ লক্ষ টাকা খরচ করে রাস্তা তৈরির কাজ শুরু করলেন এলাকা বাসীরা। তাদের সাহায্য করেছে স্থানীয় বেশ কয়েকটি পুজো কমিটি এবং কিছু সমাজসেবী মানুষ।
এ বিষয়ে নিজের ব্যর্থতা মেনে নিয়ে তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা বলেন প্রায় ৩২ বছর ধরে এই ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা বেহালl বারবার পৌরসভা কে জানিয়েও কোন লাভ হয়নি.।তাই এলাকার মানুষ এবং বেশ কয়েকটি পূজা কমিটি চাঁদা সংগ্রহ করে রাস্তার কাজ শুরু করেছে, । আমিও কিছু সহযোগিতা করেছিlইংরেজবাজার পুরসভার বিজেপির কাউন্সিলর অম্লান ভাদুড়ি জানান এলাকাবাসীরা নিজেরা পয়সা খরচ করে রাস্তার কাজ করছেন এটা খুবই লজ্জার বিষয়। l এই দায় রাজ্য সরকারও পুরোপুরি ভাবে এড়াতে পারবে না l পুরসভার এই ব্যর্থতার বিরুদ্ধে এবং এলাকার উন্নয়নের স্বার্থে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসীরা।