
ওঙ্কার ডেস্ক – ফের অচলাবস্থা টলিপাড়ায়। সৃজিত রায়ের পরবর্তী ধারাবাহিকের সেট তৈরির কাজ আচমকাই বন্ধ হয়ে যায়। কিছু দিন আগেই কৌশিক গাঙ্গুলি, জয়দীপ মুখার্জির কাজ নিয়ে ফেডারেশনের সমস্যার কথা কানাঘুষো শোনা গিয়েছিল। এবার বিপাকে পড়েছেন ধারাবাহিক পরিচালক সৃজিত রায়। নতুন কাজ শুরুর মুখেই ফের বাঁধা। এবারেও সমস্যা ডিরেক্টরস গিল্ড ও ফেডারেশনের মধ্যে। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছেন। সেই কারণেই পরিচালকের সঙ্গে কাজ করতে রাজি নয় আর্ট সেটিং গিল্ডের টেকনিশিয়ানেরা। পরিচালক নিজের ফেসবুক পেজে লাইভে এই বিষয় সম্পর্কে জানিয়েছেন।
এবার সেই সমস্যার সমাধানের দাবি নিয়ে দাসানি ওয়ান স্টুডিওতে উপস্থিত হইয়েছিলেন, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়-সহ গিল্ডের সদস্যেরা। গত বছর পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে দিয়ে টেকনিশিয়ানদের অসহযোগিতা শুরু হয়েছিল। সেই সময়েও রাহুলের সেটে কাজে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই সময়ের মত ঘটনার নিষ্পত্তি ঘটেছিল। কিন্তু ফের পুরনো ঘটনার পুনরাবৃত্তি টলিপাড়ায়। তবে এর পেছনে কাদের হাত রয়েছে তা বোঝা যায়নি এখনও পর্যন্ত। গিল্ডের কাছে অনুরোধ জানিয়েছেন, এ বার পরিচালকদের অসহযোগিতার পথে নামার পালা। তবুও দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান খোঁজায় বিশ্বাসী পরিচালক সংগঠন। তাই সংগঠনের পরিচালকদের সিদ্ধান্ত, মঙ্গল এবং বুধবার তাঁরা মুখোমুখি আলোচনায় বসতে চান। সেটা না হলে তখন সংগঠন সিদ্ধান্ত নেবে।
রাজ চক্রবর্তী এ বিষয়ে বলেন, “সংসারে থাকতে গেলে সমস্যা হতেই পারে। আবার সব ঠিক হয়ে যায়। দীর্ঘ দিন কোনও অশান্তি চলতে পারে না। খুব শীঘ্রই সমস্যা মিটবে। এ বিষয়ে পরমব্রত জানিয়েছেন কাজ এবং আয় সীমিত। এ ভাবে চললে সবার ওপর আঁচ আসবে। ফেডারেশন এবং টেকনিশিয়ানদের এই অসহযোগিতায় বিরক্ত পরমব্রত। যার সঙ্গে এই ঘটনা ঘটেছে, পরিচালক সৃজিত রায় আর্জি জানিয়েছেন, “যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। সে সব ভুলে কাজে ফিরুন সকলে। কাজ বন্ধ হয়ে যাক, তা আমরা কেউ চাই না। আমাদের খেয়েপরে সংসার চালাতে হবে।”
প্রসঙ্গত, কোনও আগাম নোটিস ছাড়াই কাজ শুরু করতে দেওয়া হয়নি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়কে। কৌশিকের পুজোর ছবি শুটিং শুরু হওয়ার কথা ছিল ২৯ জানুয়ারি থেকে। জয়দীপ তাঁর জনপ্রিয় সিরিজ় ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এর পরবর্তী শুটিং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শুরু করবেন স্থির করেছিলেন। তবে জানা গেছে, তিনি এই সিরিজ়টির শুটিং করছেন না। এখন সকলেই ফেডারেশনের উত্তরের অপেক্ষায় রয়েছেন। তবে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এ বিষয়ে জানিয়েছেন ‘শুটিং সব জায়গাতেই চলছে। যদি কোনও সমস্যা হয় ফেডারেশনে এই বিষয় নিয়ে আলোচনা হবে।’