
ওঙ্কার ডেস্ক: প্রতারণার শিকার হলেন অভিনেত্রী অদ্রিজা রায়ের। বর্তমানে তিনি পাঁচ বছর ধরে চলতে থাকা ‘অনুপমা’র মতো ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েছেন। আর অন্যদিকে, মোটা অঙ্কের টাকা খুইয়েছেন। অভিনেত্রী কাউকেই সেই খবর জানান নি।
জাতীয় স্তরের এক সংবাদে সদ্য প্রকাশিত হওয়া খবর থেকে জানা গিয়েছে- প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী অদ্রিজা রায়। ছ’লক্ষেরও বেশি টাকা খুইয়েছেন অভিনেত্রী। তবে শুধু তিনি নন, এই তালিকায় রয়েছে অঙ্কিতা লোখান্ডে, আয়ুষ শর্মা,তেজস্বী প্রকাশ, জয় ভানুশালী সহ ২৫ জন অভিনেতা।
জানা গিয়েছে গত বছর একটি বিজ্ঞাপণের কাজ করেছিলেন অদ্রিজা সহ বাকি অভিনেতারা। অগাস্টে হয়েছিল শুটিং হয়েছিল। শুটিংয়ের পর অভিনেতারা অল্প কিছু পারিশ্রমিক পেলেও, বেশির ভাগ অর্থই বাকি রয়ে গিয়েছে। অভিযোগ এরপর সংযোগকারী সংস্থা টাকা দেওয়ার একাধিকবার আশ্বাস দিলেও টাকা পাওয়া যায়নি। জানা গেছে, চেকও একের পর এক বাউন্স করতে থাকে। এরপরই অভিনেতা অভিনেত্রীরা প্রশাসনের দ্বারস্থ হন।
ইতিমধ্যেই প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। শুধু এই ঘটনাই নয় অদ্রিজার সঙ্গে আরও একটি অঘটন ঘটেছে। সম্প্রতি বন্ধুর সঙ্গে বিদেশে বেড়াতে গিয়েও অর্থক্ষতির মুখে পড়েছিলেন অভিনেত্রী। তবে এত কিছু খারাপের মধ্যেও অভিনেত্রী তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন।