
ওঙ্কার ডেস্ক: চলতি বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে বিয়ে সেরেছেন ‘অনুরাগের ছোঁয়া’র ‘মিশকা’ অরফে অহনা দত্ত। বিয়ের দু’মাসেই এবার দিলেন সুখবর। মা হচ্ছেন তিনি। তাঁর প্রেমজীবন নিয়ে চর্চা চলছিল বহু দিন। প্রেমিকের সঙ্গে একত্রবাসে ছিলেন ‘খলনায়িকা’। তবে কেবল প্রেম নয় ২০২৩ সালেই প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সেরে ছিলেন অহনা। এ বার জানালেন, নতুন সদস্যের কথা।
চলতি বছরে অগস্টে সন্তানের আগমন। তবে এখনই কাজ থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা নেই অভিনেত্রীর। বরং জোরকদমে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। অভিনেত্রী জানিয়েছে অভিনয় থেকে এখনই বিরতি নেবেন না।”বর্তমানে স্বামীর সঙ্গে মন্দারমণিতে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। সমুদ্রের ধার থেকেই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, “আমি শুধু একটা সুস্থ বাচ্চা চাইছি। আর পাঁচজন অন্তঃসত্ত্বা মহিলার মতোই কাজ চালিয়ে যাব। তবে একটু সতর্ক থাকব।”
প্রেমের সম্পর্ক নিয়ে এর আগেও শিরোনামে থেকেছেন অহনা দত্ত। তাঁর মা তার এই প্রেমের সম্পর্ক মেনে নেন নি। তার পর থেকেই প্রেমিকের সঙ্গে একত্রবাস শুরু করেন অভিনেত্রী। প্রথমে আইনি বিয়ে, তার পরে ২০২৫-এর শুরুতে আনুষ্ঠানিক বিয়ে করেন তিনি।