
ওঙ্কার ডেস্ক: ফের বড় রদবদল ঘটতে চলেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনায়? শোনা যাচ্ছে, এবার নাকি অমিতাভ বচ্চনের বদলে এই শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে সলমন খানকে। কান পাতলে বলিউডের অন্দরে এমনই ফিসফাস শোনা যাচ্ছে। যদিও এই খবরে এখনও সিলমোহর দেননি কেউই।
তবে খবর ছড়াতেই বেজায় খুশি ভাইজানের অনুরাগীরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ‘বিগ বস’-এ সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সলমন। তবে এই খবরে অভিনেতার অনুরাগীদের একাংশ চান তিনি যেন ‘বিগ বস’ ছেড়ে ‘কেবিসি’তে সঞ্চালকের ভূমিকায় আসেন।
২০০০ সালে শুরু হয়েছিল জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। প্রথম সিজন থেকেই সঞ্চালনা করে আসছেন বিগ বি। যদিও মাঝে একটি সিজনে তাঁর বদলে সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। তবে সেই সিজন সেভাবে না জমায় পরবর্তী মরশুম থেকে ফের স্বমহিমায় সঞ্চালকের ভূমিকায় ফেরেন শাহেনশা। তারপর থেকে টানা এতগুলি সিজনে তিনিই বসছেন সঞ্চালকের আসছেন। অনেকেই তাঁকে ছাড়া ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শো ভাবতে পারেন না। তবে গুঞ্জন যদি সত্যি হয় এবং এই রদবদল ঘটে, তবে ছোটপর্দার আরও এক জনপ্রিয় শোয়ের দায়িত্ব পাবেন ভাইজান। তবে নতুন সঞ্চালককে এই রিয়ালিটি শো’য়ে কতটা গ্রহণযোগ্যতা পাবে, দর্শক মহলের প্রতিক্রিয়া কী হবে, সেটাই এখন এতাই কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।