
ওঙ্কার ডেস্ক- পাকাপাকিভাবে কবে সক্রিয় ভাবে রাজনীতিতে যোগ দেবেন অভিনেতা অনুপম খের? এ প্রশ্ন উত্তর মেলেনি দীর্ঘদিন। সম্প্রতি সমাজমাধ্যমে বর্ষীয়ান অভিনেতার এক অনুরাগী আরও একবার তাঁকে সেই প্রশ্ন করেছিলেন। জবাবে অনুপম বললেন, তার সোজা অর্থ, তিনি দেশের সম্পদ হতে চান। তবে সক্রিয়ভাবে রাজনীতি করার ইচ্ছা তাঁর এখনই নেই।
অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, আপনি তো কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের জন্য সম্পদ হতে পারেন। “আপনি পাকাপাকি ভাবে কেন রাজনীতিতে যোগ দিচ্ছেন না? তার জবাবে অনুপম জানান, অদূর ভবিষ্যতে রাজনীতিতে যোগদানের বিশেষ ইচ্ছা নেই। তিনি আরও বলেন, “আমাকে পরামর্শ ও উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। দেশের সম্পদ হয়ে উঠতে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার প্রয়োজন পড়ে না এটা আমি বিশ্বাস করি,। শুধু একজন অসাধারণ নাগরিক হয়ে ওঠা জরুরি। জয় হিন্দ।”
এমনিতে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত অনুপম। রাম মন্দিরের উদ্বোধনের আবহে রামের নাম লেখা চাদর জড়িয়ে ভিডিও-ও পোস্ট করেছিলেন অভিনেতা। সম্প্রতি কুম্ভেও গিয়েছিলেন তিনি। প্রায়শই মোদির প্রশংসা শোনা যায় তাঁর মুখে। ভালো সময়ে তো বটেই খারাপ সময়েও বিজেপির পাশে থেকেছেন। ২০২৪ পর্যন্ত তাঁর স্ত্রী কিরণ খের বিজেপির টিকিটে সাংসদ ছিলেন। অনুপম নিজেও স্ত্রীর হয়ে প্রচার করেছেন সেই সময়ে।