
ওঙ্কার ডেস্ক- শিবরাত্রির পুণ্যতিথিতে মহাকুম্ভের সমাপ্তি হবে। এবারের কুম্ভমেলায় সাধারণ মানুষ থেকে শুরু করে গিয়েছিলেন অসংখ্য অভিনেতা অভিনেত্রীরাও। এবার শেষ বেলায় পরিবারের সঙ্গে মহাকুম্ভে এলেন অপরাজিতা আঢ্য। চলতি মহাকুম্ভে যোগ দিয়েছিলেন টলিপাড়ার অনেক তারকাই। রচনা বন্দ্যোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ও দেবলীনা কুমারের মতো টলিউডের একাধিক তারকা ত্রিবেণী সঙ্গমে ডুব দেন। এছাড়াও পরিচালক অরিন্দম শীলও স্ত্রী শুক্লার সঙ্গে গিয়েছিলেন প্রয়াগরাজে।
বুধবার সোশাল মিডিয়ায় মহাকুম্ভের মেলা থেকে বেশ কিছু ছবি-ভিডিও শেয়ার করেছেন অপরাজিতা আঢ্য। সেখানেই দেখা গেছে, কখনও স্বামীর সঙ্গে হাসিমুখে উৎসবের প্রবেশদ্বারে ক্যামেরা বন্দি হয়েছেন আবার কখনও অভিনেত্রীকে দেখা গেছে গুরু পরিবারের সঙ্গে মহাকুম্ভ মেলা উপভোগ করতে। এছাড়াও তাঁকে দেখা গেছে গঙ্গাবক্ষে প্রদীপ ভাসাতে আবার গুরুর আখড়ায় ‘হর হর মহাদেব’ ধ্বনিতে নাচ করতেও দেখা গেছে অভিনেত্রীকে।
গুরু পরিবারের সঙ্গে গঙ্গা, যমুনা, সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানও করেছেন অপরাজিতা আঢ্য। যদিও অন্যান্য তারকাদের মতো পুণ্যস্নানের কোনও ছবি প্রকাশ্যে করেননি। তবে প্রয়াগরাজ থেকে নানা ছবি শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। অপরাজিতা জানিয়েছেন, “গুরু না চাইলে জীবনে কিছুই হয় না। এই যে মহাকুম্ভে আসা, এখানে ঈশানজির শিবির করতে পারা, সবটাই গুরুর সিদ্ধান্ত। নমঃ শিবায় বাবাজি গুরুমা পুরো গুরু পরিবারকে কোটি কোটি প্রণাম ও ধন্যবাদ।”