
ওঙ্কার ডেস্ক- মুর্শিদাবাদের জিয়াগঞ্চে বন্ধু অরিজিত সিংয়ের বাড়িতে এলেন ব্রিটিশ পপ গায়ক এড শারিন।সোমবার বেঙ্গালুরু থেকে কলকাতায় পা রেখেই এড শিরান সোজা ছুটে গেলেন অরিজিতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বাড়িতে। ভারতে শো করতে এসে শিরান দেখা করলেন বন্ধুর সঙ্গে। ভারতীয় গায়কের গানের অন্ধভক্ত তিনি, তা আরও একবার প্রমাণ করলেন ব্রিটিশ পপস্টার।
গত সেপ্টেম্বর মাসেই লন্ডনের স্পেশাল কনসার্টে এড শিরানের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন অরিজিৎ। দুই গায়ক সুপারস্টারের জমজমাট যুগলবন্দির জলসা দেখে মুগ্ধ হয়েছিলেন শ্রোতা-অনুরাগীরাও। অরিজিতের সঙ্গে যে এড শিরানের বন্ধুত্ব গত অক্টোবর মাসে দুই তারকার একসঙ্গে গ্রিন রুমে রিহার্সালেই দেখা গিয়েছিল। ব্রিটিশ পপতারকাকে দেখেই জড়িয়ে ধরেছিলেন অরিজিৎ। তারপর আড্ডা আর গান। সেসব ক্যামেরাবন্দি কিছু মুহূর্ত নেটপাড়ায় দ্রুত গতিতে ভাইরাল হয়েছিল। তাই তো এবার ভারতে শো করতে এসে কলকাতা হয়ে শিলং যাওয়ার পথে দেখা করতে গেলেন অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে।
যদিও আরিজিত সিং সমাজমাধ্যমে কিছু শেয়ার করেননি। লাইমলাইটের অন্তরালে থাকতেই পছন্দ করেন। জিয়াগঞ্জ থেকে সোমবার রাতে শিলংয়ের উদ্দেশে রওনা হবেন এড শিরান। সেখানে কনসার্ট রয়েছে। তার আগে অরিজিৎও স্কুটির পেছনে ব্রিটিশ বন্ধুকে চাপিয়ে জিয়াগঞ্জের অলিগলি ঘুরিয়ে দেখালেন। শুধু তাই নয়, সূর্যাস্তের সময় গঙ্গায় নৌকাবিহারও করেন অরিজিৎ-শিরান। দুই গায়ককে দেখতে গঙ্গাপারে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। দুই বন্ধুর বন্ধুত্বের নানা টুকরো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে জানা গিয়েছে তাঁরা একটি মিউজিক ভিডিও শ্যুট করেছেন।
ভিডিও দেখুন-