
ওঙ্কার ডেস্ক: স্বাভাবিকভাবে ছবি ও সিরিজে তাঁকে দেখে অভস্থ্য দর্শক। তবে কাকাবাবু সিরিজে ‘সন্তু’ চরিত্রেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তিনি অভিনেতা আরিয়ান ভৌমিক। সম্প্রতি চেনা ছবির বাইরে গিয়ে অন্যরূপে সমাজমাধ্যমে দেখা গেছে তাঁকে। সেখানে অভিনেতাকে প্রায় চেনাই যাচ্ছে না। কারণ মহিলাদের বেশে দেখা যাচ্ছে অভিনেতাকে। সমাজমাদ্যমে ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সাথে সাথেই অভিনেতার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। কারণ লম্বা চুল, লেহঙ্গা এবং ওড়নার মোড়কে তিনি সত্যিই আরিয়ান কি না, সে প্রশ্নও উত্থাপন করেছেন অনেকে।
চার বছর পর ছোট পর্দায় ফিরেছেন আরিয়ান ভৌমিক। আর তারপরেই দর্শককে চমক দিতে কোনও খামতি রাখতে নারাজ অভিনেতা। ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকে অভিনেতাকে একজন ‘ভ্লগার’-এর চরিত্রে দেখা যাচ্ছে। আর এই চরিত্রের প্রয়োজনেই অভিনেতা নারীর ছদ্মবেশ নিয়েছেন। তার জন্য প্রায় দু’ঘণ্টা সময় নিয়ে চলেছে মেকআপ পর্ব। এর আগে সিনেমায় মহিলা সেজেছিলেন আরিয়ান। কিন্তু ধারাবাহিকে প্রথমবার। আরিয়ান কথায়, ‘‘আমি চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। প্রস্তাব আসতেই রাজি হয়ে যাই।এর মধ্যে লজ্জার কোনও কারণ নেই! তা ছাড়া এর পেছনে খুব ভাল কারণও দেখানো হবে ধারাবাহিকে।’’