
ওঙ্কার ডেস্ক: ‘জগদ্ধাত্রী’ ৭.৫ নম্বর পেয়ে বেঙ্গল টপার হলো এই সপ্তাহে। অন্যদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। তাঁদের প্রাপ্ত নম্বর ৬.৯। গত সপ্তাহের মত এই সপ্তাহেও প্রথম স্থান পেল না এই ধারাবাহিক। সম্প্রতি ১৩বার বেঙ্গল টপার হয়েছে পরিণীতা। পাশাপাশি একই নম্বর পেয়ে ‘ফুলকি’ও রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে ‘পরশুরাম’। ‘পরিণীতা’-কে টেক্কা দিচ্ছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। এই সপ্তাহে ৫.৯ নম্বর পেয়েছে। চার নম্বর জায়গায় রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। ৫.৮ রেটিং সেই ধারাবাহিকের। প্রথম পাঁচে এবার আছে ‘গীতা এলএলবি’। ৫.৬ রেটিং সেই ধারাবাহিকের। ‘চিরদিনই তুমি যে আমার’ অল্পের জন্য পিছিয়ে গেল। এই সপ্তাহের সেরা ১০ ধারাবাহিক-
১. জগদ্ধাত্রী – ৭.৫
২. ফুলকি ও পরিণীতা- ৬.৯
৩. পরশুরাম -৫.৯
৪. রাঙ্গামতি তীরন্দাজ -৫.৮
৫. গীতা এলএলবি -৫.৬
৬. গৃহপ্রবেশ ও চিরদিনই তুমি যে আমার-৫.৪
৭. কথা -৫.২
৮. চিরসখা -৫.০
৯. কোন গোপনে মন ভেসেছে -৪.৯
১০. মিত্তির বাড়ি -৪.০
ইদানীং তাক লাগিয়ে দিচ্ছিল ‘পরিণীতা’। ঈশানী চট্টোপাধ্যায় আর উদয় প্রতাপ সিং রয়েছেন ধারাবাহিকের নায়ক-নায়িকা হিসাবে। প্রসঙ্গত, ‘মিঠাই’ নাকি ৫৬ বারের বেঙ্গল টপার। ‘গীতা এলএলবি’ হয়েছে ৬ বার। ‘কথা’ বেঙ্গল টপার হয়েছে ৯ বার। ‘গাঁটছড়া’ আর ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক ১৮ বার বেঙ্গল টপার হয়েছিল। তাই কে কাকে কখন ছাপিয়ে যাবে তা বলা মুশকিল। তবেবিনদনপ্রেমী মানুষের চোখ থাকে তাঁর প্রিয় ধারাবাহিকের দিকে। আপাতত আবার অপেক্ষা পরের সপ্তাহের।