
ওঙ্কার ডেস্ক- বিগত কয়েকবছর ধরেই চলছে জল্পনা। আসছে বাংলার দাদা ‘সৌরভ গাঙ্গুলি’র বায়পিক। কিন্তু কে অভিনয় করবে দাদার চরিত্রে সেই নিয়েই দর্শকের কৌতুহলের সীমা নেই। শোনা গিয়েছিল, সৌরভ গাঙ্গুলি তাঁর চরিত্রে দেখতে চেয়েছিলেন রনবীর কাপুরকে। কিন্তু তিনি রাজি হননি। এমনকী ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় আয়ুষ্মান খুরানার কাস্টিং একপ্রকার নিশ্চিতই ছিল। নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি জল্পনা কাটিয়ে সামনে এসেছিল অভিনেতার নাম। রাজকুমার রাও অভিনয় করবেন সৌরভ গাঙ্গুলির ভূমিকায়।
জোরকদমে চলছে ছবির কাজ। চলতি মাসের শেষের দিকেই চিত্রনাট্য চূড়ান্ত হবে। জানা গেছে, সব ঠিক থাকলে আগামী জুলাই মাস থেকে শুটিং শুরু হবে। আর ‘প্রিন্স অফ ক্যালকাটা’র জীবনী যখন রুপোলি পর্দায়, তখন কলকাতার দৃশ্য বাদ যায় কী করে ! জানা গিয়েছে, শুটিং শুরু হবে কলকাতা থেকেই। জুলাই মাসের শেষের দিকে কলকাতায় এসে শুটিং করবেন রাজকুমার রাও। ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে থাকবেন? সে বিষয়েও দর্শকের কৌতূহলের শেষ নেই! জানা গিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই নায়িকার নাম ঘোষণা করা হবে প্রযোজনা সংস্থার তরফে। রুপোলি পর্দায় ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বর্ণময় জীবনকাহিনী কেমন ফুটে ওঠে দেখার অপেক্ষায় দর্শক-অনুরাগীরা।