
ওঙ্কার ডেস্ক: ফের শোকের ছায়া বলিউডে। দিন কয়েক আগে চিরবিদায় নিলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। মঙ্গলবার প্রয়াত হয়েছেন হিন্দি ছায়াছবির দুনিয়ার আরও এক খ্যাতনামী প্রযোজক সেলিম আখতার। ৮২ বছর বয়স হয়েছিল তাঁর। তাঁর স্ত্রী শামা আখতার মৃত্যুর খবর জানিয়েছেন। মুম্বইয়ের প্রথম সারির হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান প্রযোজক। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
জানা গেছে বুধবার, জোহরা নমাজের পর দুপুর দেড়টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তমন্না ভাটিয়া-সহ বহু তারকা অভিনেত্রী বলিউডে অভিষেক হয় সেলিমের হাত ধরেই। উল্লেখ্য, রানি মুখোপাধ্যয়েরও সেলিমের হাত ধরেই বলিউডে আসা। ১৯৯৭-এ রানির প্রথম হিন্দি ছবি ‘রাজা কি আয়েগি বরাত’ ছবির প্রযোজক ছিলেন তিনি। একই ভাবে ২০০৫-এ তমন্নার ‘চাঁদ সা রোশন চেহেরা’র প্রযোজনা করেন তিনি। এই খবরে শোক প্রকাশ করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা-সহ একাধিক খ্যাতনামী।
‘ফুল অর অঙ্গার’, ‘বাদল’, ‘বাজি’, ‘কয়ামত’, ‘মেহেন্দি’, ‘আ গলে লাগ জা’, ‘আদমি’, ‘জিগর’ ইত্যাদি নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবি রয়েছে প্রযোজক সেলিমের ঝুলিতে। বর্ষীয়ান প্রযোজকের মৃত্যুকে শোকপ্রকাশ করেছে ভারতীয় সিনেমা-টেলিভিশন প্রযোজক সকলেই।