
ওঙ্কার ডেস্ক: বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দা-সুনীতা।বলিউডের মুখরোচক খবরের শিরনামের একের পর এক অভিনেতা-অভিনেত্রী। গত বছর অক্টোবর মাসে গুলিবিদ্ধ হন গোবিন্দা। শোরগোল শুরু হয়ে গিয়েছিল বলিপাড়া থেকে সংবাদমাধ্যমও। নানা জনে নানা মতও দিয়েছিলেন সেই সময়ে। ফের নতুন চর্চায় অভিনেতা। কানাঘুষো শোনা গিয়েছিল দাম্পত্য ঠেকেছে খাদের কিনারে।
দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলি অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। যদিও তারকা দম্পতি এক ছাদের তলায় থাকেন না বলেই জানা গেছে। একটি সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানান, দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন একটি ফ্ল্যাটে। ঠিক তার উলটো দিকে নিজের বাংলোয় একা থাকেন গোবিন্দা। অথচ দীর্ঘ দন ধরে বলিউডে ‘সুখী দম্পতি’ হিসাবে পরিচিত ছিলেন তারকা জুটি।
বলি পাড়ায় গুঞ্জন, পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দা! প্রায় অর্ধ বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর সেই কারণেই নাকি গোবিন্দা-সুনীতার বিয়ে ভাঙতে চলেছে। যদিও এই বিষয়ে অভিনেতা এবং তাঁর স্ত্রী এখনও পর্যন্ত কেউই মুখ খোলেননি। সাক্ষাৎকারে খোলামেলা সুনীতা জানান, আগে দাম্পত্য নিয়ে সুরক্ষিত বোধ করতেন। এখন আর করেন না। তিনি বলেন, স্বামীকে নিয়ে চিন্তিত তিনি। হাত কাজ নেই স্বামীর, ঘরেই বসেই থাকে। তাই ভয় হয়।