
ওঙ্কার ডেস্ক- প্রেম দিবসে মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত হিন্দি ছবি ‘ছাবা’। ছবি মুক্তির আগে প্রচারে খামতি রাখেননি অভিনেতা। মুম্বই টু পাটনা হাজির হয়েছিলেন কলকাতাতেও। ঝরঝরে বাংলায় নাহলেও তিনি বলেছিলেন, ‘১৪ তারিখ ভ্যালেনটাইন্স দিবস নয়, ছাবা দিবস’ তাই ওইদিন ‘ছাবা’ দেখতে হবে’।
শুক্রবারে ছবির মুক্তি হলেও লক্ষ্মী কিন্তু তাঁর ঘরেই। প্রথম দিনেই বক্সঅফিসে ২৫ কোটি লক্ষ্মীলাভ! ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের কাহিনী নিয়েই ছবি, অ্যাডভান্স বুকিং ছিল ১৩.৭৮ কোটি। প্রায় ৪ লক্ষ ৮৭ হাজার টিকিট বিক্রি হয়েছে সারা দেশে। প্রায় ১৪,০৬৩ শো চলেছে দেশভর। যদিও নেট অ্যাডভান্স বুকিংয়ের অর্থের সংখ্যা দাঁড়িয়ে ১৩ কোটির কাছাকাছি, সম্ভাবনা রয়েছে দিন শেষে, প্রায় ২৫ কোটি, ঘরে তুলবে লক্ষ্মণ উতেকরের পরিচালিত ছবি ‘ছাবা’।
চলতি বছরের প্রথম দিকে মুক্তি পেয়েছিল ‘স্কাই ফোর্স’। প্রথম দিনেই সেই ছবিকেও ছাপিয়ে গেল ‘ছাবা’। ‘স্কাই ফোর্স’ ঘরে তুলেছিল ১২.২৫ কোটি। আর তাতেই ফিল্ম ক্রিটিকরা অবশ্য মোটামুটি আন্দাজ করে ফেলেছে, ছবির সাফল্যের মাত্রা ঠিক কতদূর পৌঁছতে পারে। ছবিটি শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে নির্মিত। পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন। ছবির বাজেট ১৩০ কোটি। ‘ছাভা’র কাজ ২০২৩ সালে শুরু হয়। ২০২৪ সালের মে মাসে ছবিটির কাজ শেষ হয়।