
ওঙ্কার ডেস্ক- এখন কাটেনি ‘ডাকাতিয়া বাঁশি’র রেশ। ‘বহুরূপী’ সিনেমায় নিজেকে নতুনভাবে আবিস্কার করেছিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘কিলবিল সোসাইটি’তেও তিনি অন্যতম মুখ্য অভিনেত্রী। একই ভাবে ছোট পর্দাও তাঁকে নিয়ে সমান আগ্রহী। আগামী ২ মার্চ জি বাংলার গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সারেগামাপা’র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। তার পর ‘সারেগামাপা’র জায়গায় আসবে ‘ডান্স বাংলা ডান্স’। শোনা যাচ্ছে, সেখানেই বিচারকের আসনে নতুন সংযোজন নাকি কৌশানী! আজ, মঙ্গলবার থেকেই এই অনুষ্ঠানের শুটিং শুরু হচ্ছে। মার্চ থেকে প্রতি শনি-রবিবার রাত সাড়ে ন’টায় জি বাংলায় শুরু হবে সম্প্রচার।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পূজা বন্দ্যোপাধ্যায়, মৌনী রায়ের পর এবার বিচারকের আসনে মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্তও থাকছেন এবারের ‘ডান্স বাংলা ডান্স’এ। তবে এ বারেও সঞ্চালনায় থাকবে অঙ্কুশ হাজরা। আগে শোনা গিয়েছিল, দেবও নাকি থাকবেন রিয়্যালিটি শো-এ বিচারকের আসনে। তবে জানা যাচ্ছে এই মুহূর্তে দেবের হাতে রয়েছে অনেকগুলি ছবির কাজ। সম্ভবত সেই কারণেই তিনিও যোগ দিতে পারছেন না নায়ক। অন্যদিকে অনুষ্ঠানের ভিতরের খবর নিয়ে পরিচালক থেকে নতুন বিচারক কারোর পক্ষ থেকেই কোনও সদুত্তর আসেনি।