
ওঙ্কার ডেস্ক: ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ চলতি বছর জনপ্রিয় ওটিটি রিলিসের মধ্যে একটি। সেখানে অভিনয় করেছেন রোহিত বসফোর। আর পাঁচটা অভিনেতার মতো এই রিলিজ নিয়েও খুব স্বাভাবিকভাবে তিনিও উৎসুক ছিলেন। কিন্তু মুক্তির আগেই ঘটল বড় দুর্ঘটনা, মৃত্যু হল অভিনেতার। গুয়াহাটির কাছে গর্ভাঙ্গা জনপ্রপাতে উদ্ধার হয় অভিনেতার দেহ।
জানা গেছে, রোহিত ও নয় জন রবিবার, ২৭ এপ্রিল ওই জলপ্রপাতের ধারে পিকনিক করতে গেছিলেন তাঁরা। পুলিশ ফোন পায় বিকেলে দিকে। জানতে পারে দুর্ঘটনার কথা। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলেও কিন্তু বাঁচানো যায়নি রোহিতকে। পুলিশ আউটপোস্টের এক কর্মকর্তার কথায়, ‘আমরা বিকেল ৪টে সময় খবর পাই এবং সাড়ে ৪টের দিকে ঘটনাস্থলে পৌঁছই। এসডিআরএফ-র দল সন্ধে সাড়ে ৬টা নাগাদ দেহ উদ্ধার করে।’ পুলিশের প্রাথমিক অনুমান, অসাবধানতাবশত জলপ্রপাতে পড়ে গেছিলেন রোহিত। এখনও পর্যন্ত কোনও অপরাধমূলক ঘটনা জড়িত থাকার প্রমাণ মেলেনি।
ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রোহিতের পরিবার। তাঁদের দাবি, রোহিতকে ইচ্ছাকৃত দূরে নিয়ে যাওয়া হয়েছিল। নিজে থেকে সেখানে তিনি যেতে পারেন না কারণ সাঁতার জানতেন না অভিনেতা। তবে কারও বিরুদ্ধে সরাসরি আঙুল তোলেননি। তবে পরিবারের এই বয়ান ভাবাচ্ছে পুলিশকে।