
ওঙ্কার ডেস্ক: কয়েক দিন ধরেই সমাজমাধ্যম উত্তাল দেবচন্দ্রিমা সিংহ রায়ের নানান মন্তব্য নিয়ে। অভিনেত্রী তাঁর প্রাক্তন সায়ন্ত মোদককে নিয়ে নাম না করেই নানা সময় মন্তব্য করেছেন। সায়ন্তের বর্তমান প্রেমিকা কিরণ মজুমদারের পক্ষ নিয়ে কথা বলেছেন।তবে সব কিছুই কোনও নাম না করেই বলেছেন অভিনেত্রী। প্রাক্তন কড়া হুশিয়ারির মধ্যেই এ বার দেবচন্দ্রিমা দিলেন তাঁর প্রেমের ইঙ্গিত।
এই মুহূর্তে কৃত্রিম মেধার তৈরি করা ছবিতে সমাজমাধ্যম ভর্তি। সাধারণ মানুষ থেকে তারকা সকলেই গা ভাসিয়েছেন এই ট্রেন্ডে। বাদ পড়েননি দেবচন্দ্রিমাও। তিনি নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। তার মধ্যেই একটি ছবিতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছেন যুগল। দুজনেই দুজনের দিকে তাকিয়ে রয়েছেন। আরেকটি ছবিতে দুই পোষ্যকে নিয়ে ছেলেটি শুয়ে রয়েছে বিছানায়। সব ক’টি ছবি যেহেতু ‘অ্যানিমেটেড’, সে কারণেই মুখের আকার বোঝা যাবে না। সেই কারণেই খানিক নিশ্চিন্ত অভিনেত্রী! দেবচন্দ্রিমা ছবি গুলো পোস্ট করে লেখেন, ‘‘আমাদের মনের কথা প্রকাশ্যে আনতে ঘিবলি না বুঝেই সাহায্য করল।’’ এই ছবি প্রকাশ্যে আসতেই দেবচন্দ্রিমার জীবনের এই মানুষটিকে নিয়ে কানাঘুষো শুরু হয়েছে। দেবচন্দ্রিমা মনের মানুষকে প্রকাশ্যে এনেও কিন্তু রাখলেন আড়াল।