
ওঙ্কার ডেস্ক- ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের সমস্যা শুরু হয়েছিল গত বছর জুলাই মাস থেকে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেবারের মত সমস্যার সমাধান হয়। ফের নতুন বছরে ফেডারেশনের সঙ্গে সমস্যা তৈরি হয় টলিপাড়ার পরিচালকদের। বন্ধ হয়ে যায় শুটিং। এরপর মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনের কথায় ফের শুটিং শুরু হয় টলিপাড়ায়।
টলিপাড়ায় অস্থিরতা চলছে বেশ কিছুদিন ধরেই। বৈঠক করেও সমস্যার সুরাহা না হওয়ায় এবার ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হলেন বিদুলা ভট্টাচার্য নামে এক পরিচালক। কাজের সুস্থ পরিবেশ ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য বলে দাবি করেছেন তিনি। ফেডারেশনের কিছু অলিখিত সিদ্ধান্ত এবং স্বেচ্ছাচারিতার জন্য কাজের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পরিচালকের। অতীতে রাজ চক্রবর্তীর সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন বিদুলা। এর আগেও পরিচালকেরা বিভিন্ন কারণে মামলা করেছিলেন ফেডারেশনের বিরুদ্ধে। তারই মধ্যে ফের হাইকোর্টে দায়ের হল আরও একটি মামলা। বুধবারই শুনানি হওয়ার সম্ভাবনা।