
ওঙ্কার ডেস্ক- সানাইয়ের সুর টলিপাড়ায়। বিয়ের আগে আশীর্বাদ পর্ব সেরে নিলেন অভিনেত্রী অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। মঙ্গলবার আংটি বদলও সারলেন তাঁরা। সুকান্তের বাড়িতেই আয়োজন হয়েছিল অনুষ্ঠানের। দুই পরিবারের উপস্থিতিতে হল বিয়ের সূচনা। বিয়ের পর্বের শুরু লালের ছোঁয়া থাকবেই। সেই মতোই সকালের সাজে অনন্যা বেছে নিয়েছিলেন লাল বেনারসী। তাতে সোনালি বুটি, কল্কার সূক্ষ্ম কাজ। সঙ্গে মানানসই সোনার গয়না। সুকান্তের পরনে লাল পাঞ্জাবি, সাদা চোস্ত পাজামা।
বিকেলের সাজেও থাকবে লাল রংয়ের পোশাক। গাউন বেছে নিয়েছেন অভিনেত্রী। হিরের গয়নায় সাজবেন। শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি থেকে দুটো হিরের সেট দিয়েছে। অন্যদিকে, কনের পাশে মানানসই কালো কোট-প্যান্টে সুসজ্জিত হবেন হবু বর। অনন্যা জানিয়েছেন “ ছ’মাস ধরে এই দিন নিয়ে অনেক পরিকল্পনা করেছি আমরা। আজ মনে হচ্ছে, আরও কত কিছু করতে পারতাম!”সব ঠিক থাকলে আগামী বছরে সাতপাক ঘুরবেন তাঁরা। তবে বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত নন সুকান্ত। পেশায় আইটি সংস্থায় কর্মরত যুবক সফল ইউটিউবার। ২১ বছর বয়সী অভিনেত্রীর বিয়ের সিদ্ধান্ত পাকা। তবে বিয়ে করছেন মানেই যে কাজ থেকে বিরত থাকবেন তা নয় বা কম কাজ পাব, তেমন মনে করেন না অভিনেত্রী। তাঁর কথায়, আমার কাজ আমার পরিচয়। সেখানে কোনও ফাঁকি দেব না।”
খাওয়াদাওয়ায় রয়েছে বাঙাল বাড়ির ছোঁয়া। কোনও ত্রুটি রাখেনি দুই পরিবার। সকালে রকমারি ভর্তা ছিল মেনুতে। যেমন, মুরগির রসুন ভর্তা, চিতল মাছের মুইঠ্যা, পাঁঠা ও মুরগির মাংস, দই কাতলা, ফুলকপির রোস্ট, মুর্গমসল্লম, কমলালেবুর চাটনি, মিষ্টি। রাতের খাবারে বাঙালি রীতি মেনে ভাত, পোলাও, মাংস তো থাকছেই। থাকছে পঞ্জাবি, চিনা খাবারও।”