
ওঙ্কার ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সমালোচনায় মেতেছিলেন পাকিস্তানের শিল্পী মাহিরা খান, ফওয়াদ খান ও মাওরা হোসেনরা। পাকিস্তানি সংবাদমাধ্যমেও মুখ খুলেছিলেন তাঁরা। ভারতের এই পদক্ষেপকে অমানবিক, কাপুরুষোচিৎ আখ্যাও দিতে দেখা গিয়েছিল তাঁদের। বয়কট আগেই করা হয়েছিল এবার এই তিন পাকিস্তানি অভিনেতাকে নিয়ে ভারতে নেওয়া হল বড় পদক্ষেপ।
জানা জাচ্ছে, যে যে ভারতীয় ছবিতে তাঁরা কাজ করেছিলেন, সেই সব ছবির পোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে তাঁদের মুখ। অতীতে ‘কাপুর অ্যান্ড সন্স, ‘খুবসুরত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সহ বেশ কয়েকটি ভারতীয় ছবিতে কাজ করেছিলেন ফাওয়াদ খান। আগেই উরি হামলার পর থেকে ভারতে পাকিস্তানিদের কাজ করা নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। তার ফলে ফাওয়াদেরও কাজ করা হয়নি। এই দেশে তাঁর সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি ছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।
তবে সম্প্রতি ফের বলিউডের ছবিতে দেখা গেছে তাঁকে। বাণী কপূরের বিপরীতে ‘আবির গুলাল’ ছবিতে অভিনয় করেছিলেন ফওয়াদ। ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল সেই ছবির। কিন্তু পহেলগাম হামলা বদলে দিয়েছে সব। সেই ছবি আর মুক্তি পায়নি। অন্যদিকে শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে কাজ করেছিলেন মাহিরা খান। পাশাপাশি মাওরা হোসেনকে দেখা গিয়েছিল ‘সনম তেরি কসম’ ছবিতে। তবে ভারতের তরফে সাফ জানানো হয়েছে আপাতত আর কোনও ভারতীয় ছবিতে জায়গা নেই তাঁদের।