
ওঙ্কার ডেস্ক- টলিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব শুরু হয়েছিল ২০২৪ সালের জুলাই মাস থেকে । সেই দ্বন্দ্ব কাটতে না কাটতেই ফের দিন কয়েক আগে একই সমস্যা দেখা দিয়েছিল। টলিপাড়ায় বন্ধ ছিল শুটিং। মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনের প্রাথমিক আশ্বাসে ফের শুরু হয়েছিল শুটিং। গত ১৪ ফেব্রুয়ারি অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া অফিসের অভ্যন্তরীন বৈঠকে উপস্থিত ছিলেন সুদেষ্ণা রায়, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিত রায়রা।
বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আলোচনায় ট্রেড ইউনিয়ন বাধ্যবাধকতা, নতুন সদস্যপদ দেওয়া বন্ধ, যোগ্যতার পরীক্ষা, কর্মীসংখ্যা নির্ধারণ, নিয়মের নামে স্বেচ্ছাচারিতা, বাইরের টেকনিশিয়ানদের বাধা, বিদেশে শুটিং, লো বাজেটের সীমা, ওটিটি প্ল্যাটফর্মে শুটিং, সাপ্তাহিক ছুটি ঘোষণা থেকে জোর করে কর্মী নিয়োগের মত বিষয়। লিখিতরূপে সমস্যাগুলো পৌঁছে দেওয়া হয়েছিল দুই মন্ত্রী তথা অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের কাছে।
জানা গিয়েছে, চিঠির জবাব এসেছে, দুই মন্ত্রীর তরফে। এবং তাতে সমস্যার সমাধান হতে পারে বলেই আশা করা হচ্ছে। এও জানা যাচ্ছে, যে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজতে চাইছেন দুই মন্ত্রী। তবে, সেই আলোচনায় কারা উপস্থিত থাকবে সে বিষয়ে বিশদে কিছু জানা যায়নি।