
ওঙ্কার ডেস্ক: হইচই এবং এসভিএফের যৌথ অনুষ্ঠানের ঝলক কিছু দিন ধরেই সমাজমাধমে দেখা যাচ্ছিল। শুক্রবার সন্ধ্যায় ছিল সেই অনুষ্ঠান। টলিপাড়ার তারকাদের নিয়ে শহরের এক বিলাসবহুল হোটেলে বসেছিল চাঁদের হাট। ঘোষণা করা হয় বাংলা একাধিক কন্টেন্ট।
এসভিএফ এবং হইচই-এর যৌথ উদ্যোগে ২৬টি নতুন কাজের ঘোষণা প্রকাশ্যে এল। তার মধ্যে রয়েছে ‘রঘু ডাকাত’,‘বিজয়নগরের হিরে’,‘কিলবিল সোসাইটি’ ‘সপ্তডিঙার গুপ্তধন’, ছোট পর্দার পর এ বার বড় পর্দায় সাধক বামাখ্যাপা রূপে হাজির হবেন সব্যসাচী চৌধুরী। এছাড়াও ‘ত্রয়ী’, ‘চোর পুলিশ ডাকাত বাবু’,‘গোরা-ই গন্ডগোল’, ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’, ‘কুমিরডাঙা’,‘কাদের কুলের বৌ’,‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘অনুসন্ধান’, ‘নাগমণির রহস্য’, ‘বীরাঙ্গনা’, ‘তোমাকেই চাই’, ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২’, ‘নিকষ ছায়া ২’, ‘কালরাত্রি ২’, ‘ইন্দু ৩’ ‘লজ্জা ২’।
নতুন পুরনো মিলিয়ে একঝাক বিনোদন নিয়ে আসতে চলেছে হইচই। তবে এখানেই চমক শেষ নয়, চলতি বছর থেকে শুরু হল বিশেষ বিভাগ ‘হইচই টিভি প্লাস’। ধারাবাহিকের মতো প্রতি দিন বা সপ্তাহে একটি করে এপিসোড আসবে দর্শকের জন্য। মুখ্য চরিত্রে ঋতাভরী চক্রবর্তী, স্বামীর উত্তরাধিকার নিয়ে একজন সিঙ্গল মায়ের লড়াইয়ের গল্প বলবে ‘শাখা প্রশাখা’। অন্য দিকে সদ্যবিবাহিত এক মহিলার লড়াইয়ের গল্প বলবে ‘আতঙ্ক’। সেখানে মুখ্য চরিত্রে থাকছেন স্বস্তিকা দত্ত।