
ওঙ্কার ডেস্ক- কুম্ভমেলার শেষ লগ্নে পরিবারের সদস্যদের নিয়ে প্রয়াগরাজে গেলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। গায়িকার মহাকুম্ভে অনুষ্ঠান করার কথা ছিল আগেই। তবে মেলায় পদপিষ্টের ঘটনার কারণে গত ৩১ জানুয়ারির অনুষ্ঠান বাতিল করেন গায়িকা। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠানে মহাকুম্ভের অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন তিনি।
এই অনুষ্ঠানের জন্য গায়িকার প্রস্তুতি চলছে একমাস আগে থেকে। পোশাকশিল্পী অভিষেক রায় তৈরি করেছেন পোশাক, গেরুয়া বসনে সাজবেন ইমন। শাড়ির পাড়ে লেখা থাকবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। লক্ষ্মীবারে প্রয়াগরাজের অনুষ্ঠানে সেই শাড়িতেই দেখা যাবে ইমনকে। বুধবার বিমান থেকেই ছবি শেয়ার করেছেন তিনি। ইমনের অন্য পোস্টে দেখা গেল সঙ্গীতশিল্পী জুটি সৌরেন্দ্র-সৌম্যজিৎকে। তাঁরাও বৃহস্পতিবারের অনুষ্ঠানে গাইবেন। উৎসবের একেবারে অন্তিম লগ্নে বাংলার সঙ্গীতশিল্পীদের উপস্থিতিতে প্রয়াগরাজ যেন পূর্ণ হয়ে উঠবে।
১৪৪ বছরের মহাযোগ শিবরাত্রির পুণ্যতিথিতে শেষ হতে চলেছে। আর সেই দিনই মহাকুম্ভের সমাপ্তি। তার শেষ মুহূর্তে মহাকুম্ভে যোগ দিয়েছিলেন টলিপাড়ার অনেকেই। রচনা বন্দ্যোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেবলীনা কুমারের মতো টলিউডের একাধিক তারকা ত্রিবেণী সঙ্গমে যোগ দিয়েছিলেন। ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভে জমজমাট ভক্ত ও সন্তদের উপস্থিতিতে। ৪৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিদেশীরাও পূণ্যস্নানের জন্য ভিড় জমিয়েছিলেন প্রয়াগরাজে।