
ওঙ্কার ডেস্ক: গত ২২ মার্চ আইপিএল ২০২৫-এর উদ্বোধন হয়েছে কলকাতার ইডেন গার্ডেনে। জমকালো এক অনুষ্ঠানের মধ্যে দিয়েছে শুরু হয়েছে আইপিএল ম্যাচ। তবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই এবার দানা বাঁধছে বিতর্ক।নেট পাড়ায় প্রশ্ন উঠেছে সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল বাঙালি হয়েও অনুষ্ঠানে একটিও বাংলা গান গাইলেন না! যেখানে বাংলার বুকে উদ্বোধনী অনুষ্ঠান। সেই এক বিষয়ে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর গলাতেও শোনা গেল একই আক্ষেপ।
অরিজিৎ সিং গতবার ম্যচের উদ্বোধনে সকলকে মাতিয়েছিলেন। এবারে মঞ্চে ওঠেন শ্রেয়া ঘোষাল। বাংলার এই মেয়েকে ঘিরে প্রত্যাশা থাকে তুঙ্গে। তবে এবার হয়তো একটু হতাশ করলেন শ্রেয়া তাঁর শ্রোতাদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লেখালেখি শুরু হয়েছে। এবার সেই একই কথা বললেন অভিনেতা চিরঞ্জিত। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘শ্রেয়া বাঙালি। কলকাতায় যখন আইপিএলের উদ্বোধন, সেখানে সব গানের মাঝে দু-লাইন হলেও বাংলা গান গাইতে পারতেন। বাঙালিই যদি বাংলাকে ভুলে যান, তাহলে কী করে চলবে! অনেক টুকরো গানের মালা গেঁথেছিলেন, তার মধ্যে এক কলিও বাংলা গান শুনলাম না।”
বহুদিন ধরেই এই হিন্দি আর বাংলা গান নিয়ে নানা বিতর্ক চলে আসছে। বাংলায় অনুষ্ঠান করে বাংলা গান তথা ভাষাকে প্রাধান্য না দেওয়া নিয়ে কথাও হয়েছে। এবার এই বিতর্ক কোন দিকে যায়, সেটাই দেখার। যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি শ্রেয়া ঘোষাল।