
ওঙ্কার ডেস্ক: কাজল ও অজয় দেবগনের কন্যা বড় পর্দায় কাজ করে যেন উধাও হয়ে গেলেন একেবারেই। এখন কোথায় সেই কন্যা? কাজল ও অজয় দেবগন বলিউডের দুই জনপ্রিয় তারকা। জনপ্রিয়তা রয়েছে জুটি হিসাবেও। কিন্তু বাবা-মা বিনোদন জগতের সঙ্গে যুক্ত হলেও মেয়ে নায়সা দেবগন এখনও আসেনি এই দুনিয়ায়। ১৯৯৯ সালে ‘দিল কয়া করে’ তারকা জুটির মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষিতা গারুদ।

বাস্তবে অক্ষিতা কাজলের মেয়ে নন। ‘দিল কয়া করে’ ছবিতে শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তারপর ৩ বছরের বিরতি নিয়ে বড় পর্দায় ফেরেন অক্ষিতা। বাঙালি অভিনেতার ছবিতে কাজের সুযোগ পান তিনি। ‘দিল কয়া করে’ ছবির পর ফের ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। এছাড়াও মিঠুন চক্রবর্তীর সঙ্গেও একটি ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী তবে সেই ছবি বিনোদনের জগত ছাপ ফেলতে পারেনি। বর্তমানে বিনোদন দুনিয়া থেকে দূরে রয়েছেন অক্ষিতা, কাজ করছেন দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে। এখন তিনি কর্পোরেট দুনিয়ার সঙ্গে যুক্ত। খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী এক সংস্থার সঙ্গে কাজ করছেন পাশাপাশি ফ্যাশন জগতের সঙ্গেও যোগাযোগ রেখেছেন অক্ষিতা। সমাজমাধ্যমে ‘ভিস্যুয়াল এবং আর্ট ডিরেক্টর’ হিসাবে নিজের পরিচয় দেন তিনি। কাজল এবং অজয়ের কন্যা নায়সার মতো বড় পর্দার ‘কন্যাও অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন অক্ষিতা।