
ওঙ্কার ডেস্ক: দিনকয়েক আগেই প্রকাশ পেয়েছে সৃজিত মুখার্জির ছবি ‘কিলবিল সোসাইটি’র অভিনেতা অভিনেত্রীদের প্রথম ঝলকের ছবি। এমনিতেই এই ছবি নিয়ে দর্শকের কৌতূহল দিন দিন বাড়ছে। এবার প্রকাশ পেল সেই ছবি টিজার। কামানো মাথা, চোখে চশমা নিয়ে নতুন লুকে পরমব্রত। এবার পয়লা ঝলকেই জানালেন, ‘হেমলক সোসাইটি’র আনন্দ কর আর নেই। তিনি এখন মৃত্যুঞ্জয় কর। যে কিনা ‘কিলবিল সোসাইটি’ পরিচালনা করেন। সময়,পরিস্থিতি অনুযায়ী তাঁর চরিত্রেও বদল এসেছে। টিজারেই পরমব্রতকে নিয়ে আরও কৌতূহল বাড়িয়ে দিলেন সৃজিত মুখোপাধ্যায়।
আনন্দ কর কোন পরিস্থিতির শিকার হয়ে বদলে গেলেন? সেই উত্তর ক্রমশ প্রকাশ্য কিন্তু মৃত্যুঞ্জয় কর যে এবার মহাচমক দিতে চলেছেন, সেই আভাস পাওয়া গেল ‘কিলবিল সোসাইটি’র টিজারে। নিজের পরিচয় দিতে গিয়ে সে বলছে- ‘আমি এখন অর্ডার মাফিক খুন করি।’ ‘হেমলক সোসাইটি’র ১৩ বছর বাদে আনন্দ কর এবং তাঁর আশেপাশের মানুষেরা কেমন আছেন? সেই গল্প নিয়েই সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ আসছে। তবে এই টিজারে দেখা গেল না কৌশানী মুখোপাধ্যায়কে।
আগেই জানা গেছে, এই ছবিতে পূর্ণা আইচের ভূমিকায় একেবারে ডিগ্ল্যাম লুকে ধরা দেবেন কৌশানী মুখোপাধ্যায়। পুর্ণার কাছে জীবনের সংজ্ঞা অন্যরকম। বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত এক মেয়ে। নিন্দুক-সমালোচক, কাউকেই পরোয়া করে না পূর্ণা। যখন যা মন চেয়েছে, করেছে। সমাজের কাছে পূর্ণা দুঃসাহসী। লাগামছাড়া এক মেয়ে। কিন্তু জীবনের এক পর্যায়ে এসে ওলট পালট হয়ে যায় পূর্ণার জীবন। সেই নির্ভীক পূর্ণা হয়ে ওঠে ভিতু। কি ঘটনা ঘটে তাঁর সঙ্গে? সে কি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে নাকি চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলবে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে সৃজিতের ‘কিলবিল সোসাইটি’তেই। অপেক্ষা করতে হবে পয়লা বৈশাখ পর্যন্ত। কারণ ১১ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগেই টিজার কৌতূহল আরও বাড়িয়ে দিল।