
ওঙ্কার ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এই বইমেলাতে থাকে চেনা অচেনা অনেক লেখকের বই। তেমনই এই বইমেলাতে গায়ক অনুপম রায় হয়ে ওঠেন লেখক অনুপম রায়। প্রতি বছরের মত এবছরও থাকছে গায়কের নতুন বই ‘নীলা নীলাব্জ’। আজকাল প্রকাশনী থেকে প্রকাশিত হবে আগামী ১ ফেব্রুয়ারি, সেদিন বইমেলায় উপস্থিত থাকবেন তিনি।
তবে এবার তাঁর শ্রোতা বা পাঠকদের কিছুটা হলেও মনখারাপ। কারণ লেখকের নতুন বই প্রকাশ পেলেও তা নতুন লেখা নয়। একটি সাইটে অনুপম নিয়মিত লেখালেখি করতেন। এবার সেই লেখা গুলিকেই বইয়ের আকারে প্রকাশ করছেন তিনি। তবে অনুপম অনুরাগীদের বক্তব্য পুরনো হলেও গুচ্ছাকারে লেখা পড়ারও মজা রয়েছে। জানা গেছে, সিনেমার গানের ব্যস্ততায় লেখকের নতুন লেখা তৈরি হয়নি এবার। তবুও তিনি জানিয়েছেন, ‘লেখারা জমছে’ অর্থাৎ এ বছর নতুন লেখা না আসলেও আগামী বছর অবশ্যই গায়কের নতুন লেখা বই উপহার দেবেন তাঁর পাঠকদের।
গায়কের ভক্তরা জানিয়েছে, ‘ছোঁয়াচে কলম’, ‘মন ও মেজাজ’, ‘আমাদের বেঁচে থাকা’,’অনুপম কথা’, ‘অ্যান্টনি ও চন্দ্রবিন্দু’ ইত্যাদি বইগুলি পড়ে অনেক রাত কেটে গেছে। মনের ভেতর শান্তি পেয়েছি লেখাগুলো পড়ে। তবে এই বছর বইমেলায় তিনি নতুন কিছু না লিখলেও পুরনো লেখা দিয়েই যে বইটা উপহার দিয়েছেন আমাদের তাতেই খুশি।