
ওঙ্কার ডেস্ক – কলকাতাবাসীকে তাঁর নতুন ছবি ‘ছাবা’ দেখার অনুরোধ জানালেন ভিকি কৌশল। কলকাতার ঐতিহ্যবাহী ‘হলুদ ট্যাক্সি’তে বসে,বাংলার মানুষকে অনুরোধ করলেন সিনেমাটি দেখতে। কলকাতায় এইভাবে প্রচার কৌশল নতুন নয়, সেই দলে নাম লেখালেন ভিকি কৌশলও। শুধু হলুদ ট্যাক্সি নয় চেখে দেখলেন গুড়ের রসগোল্লা ও সন্দেশ। ঝরঝরে বাংলায় সপরিবারে তাঁর আগামী সিনেমা দেখার অনুরোধও জানালেন অভিনেতা।
কলকাতায় হলুদ ট্যাক্সি চড়া মাস্ট! অতীতেও হিন্দি সিনেমার প্রোমোশনে বহু তারকারা কলকাতায় এসে হলুদ ট্যাক্সি ব্যবহার করেছেন। ভিকিও অনুসরণ করলেন সেই কৌশল। তাঁর বাংলা বলার ধরণ ছিল চোখে পড়ার মত। কয়েকটা শব্দ বাদে পাঞ্জাবী পরিবারের ছেলে রীতিমতো ঝরঝরে বাংলায় কথা বলে তাক লাগিয়ে দিলেন। ট্যাক্সির ভিতরে বসেই করজোড়ে নমস্কার জানিয়ে ভিকি কৌশল বললেন, “আমার সিনেমা আসছে ছাবা। তাড়াতাড়ি পরিবার আর বন্ধুদের সঙ্গে গিয়ে ‘ছাবা’ দেখে আসুন। কারণ এবছর ভ্যালেন্টাইনস ডে নয়, ১৪ তারিখ ‘ছাবা’ দিবস।” শেষ করেই ট্যাক্সিচালককে অভিনেতা জিজ্ঞেস করলেন, “কী ঠিক আছে তো?” তৎক্ষণাৎ সেই চালক ভিকি কৌশলকে বড় সার্টিফিকেট দিলেন। এরপরই ট্যাক্সি ছাড়ার জন্য চালককে বাংলাতেই বললেন, ‘চলো।’
‘ছাবা’ সিনেমায় ছত্রপতি সম্ভাজির চরিত্র ফুটিয়ে তুলবেন ভিকি। সম্প্রতি ‘জয় ভবানী’ ধ্বনিতে ‘ছাবা’র ট্রেলার প্রকাশ্যে নিয়ে এসেছিন ভিকি কৌশল। ইতিমধ্যেই ট্রেলার দেখে ছবি দেখার জন্য দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি আসছে ‘ছাবা’।