
ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় সানাইয়ের সুর। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রি মধুমিতা ও দেবমাল্য চক্রবর্তী। পাঁচ বছর সম্পর্ক তাঁদের। তবে মধুমিতা-দেবমাল্য তাঁদের একে-অপরের কাছে সবথেকে ‘নিশ্চিন্ত আশ্রয়’। গত পুজোর মরশুমেই প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন অভিনেত্রী। মাঝেমধ্যেই কাছের মানুষের সঙ্গে বেরিয়ে পড়েন ঘুরতে। এবারও দোল কাটিয়েছেন সিকিমের নিরিবিলি ইয়ামথাং ভ্যালিতে। জানা গেল চলতি বছরেই দেবমাল্যর গলায় মালা দিতে চলেছেন মধুমিতা সরকার।
জানা গেছে, এই বছর ডিসেম্বর মাসে বা আগামী বছরের গোড়ার দিকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁদের। শীতকাল পছন্দ দুজনের। ২০১৯ সালে তাঁদের প্রথম দেখা। কিন্তু তাঁদের জগাজগ ছিল না। তবে মাসখানেক আগে আবার আমাদের দেখা হয়। তারপর থেকেই ফের কথা শুরু হয়। বন্ধুত্ব থেকে প্রেম। অতঃপর মধুমিতা যে শীতকালেই বিয়ে করছেন, সেটা স্পষ্ট করে দিয়েছেন।
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এর পর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক ভেঙ্গে যায়। তবে এবার শুভ পরিণয়ের পালা।